১। অবশ্যই প্রাপ্ত বয়স্ক (১৮) বছর হতে হবে।|
২। জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ থাকতে হবে।
৩। সদস্য ও নমিনীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
৪। সদস্য ভর্তি ফি বাবদ ১০০/= টাকা দিতে হবে।
৫ । বই নষ্ট বা হারিয়ে গেলে ৫০/= টাকা দিয়ে নতুন বই
সংগ্রহ করতে হবে।
৬। প্রতি মাসের সপ্তাহের নির্ধারিত তারিখের মধ্যে সঞ্চয় জমা
দিতে হবে।
৭। নির্দিষ্ট তারিখের পূর্বে সঞ্চয় জমা দিতে ব্যর্থ হলে চার্জ
প্রযোজ্য।
৮। একজন ব্যক্তি একাধিক সঞ্চয় বই করতে পারবে।
৯ । ছয় মাসের পূর্বে কোন সদস্য পদ বাতিল করা যাবে না।
১০ । সমিতির যাবতীয় নিয়ম কানুন মেনে চলতে হবে।

আপনার আজকের একটি সঠিক সিদ্ধান্ত বদলে দেবে ভবিষ্যৎ”
বিশ্বাস