About Us – গ্রামীণ শ্রমজীবী সমবায় সমিতি লিঃ
“আজকের সঞ্চয়, আগামীর জন্য”
গ্রামীণ শ্রমজীবী সমবায় সমিতি লিঃ একটি সরকারি অনুমোদিত সমবায় সংগঠন, যা গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত এই সংস্থাটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় (রেজিস্ট্রেশন নং- ৫৪/কে, পাইকগাছা, খুলনা)।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
- গ্রামীণ শ্রমজীবী মানুষদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।
- সদস্যদের আর্থিক সুরক্ষা ও স্বাবলম্বী করতে সহায়তা করা।
- ক্ষুদ্র ঋণ, বিনিয়োগ ও আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচন।
- সমবায় ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করা।
আমাদের মূলনীতি
- বিশ্বাস ও আস্থা – সদস্য এবং সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিশ্বাস আমাদের শক্তি।
- সাম্য ও ন্যায়বিচার – সমবায়ের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
- অগ্রগতি – উদ্ভাবনী চিন্তা ও টেকসই উন্নয়নের মাধ্যমে সামগ্রিক অগ্রযাত্রা।
যোগাযোগ
কার্যালয়: পাইকগাছা, খুলনা
হেল্পলাইন: ০১৯১১-১৬৮৮৫৪
গ্রামীণ শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর সাথে যুক্ত হয়ে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করুন। আমাদের সমবায় আন্দোলনে অংশ নিন এবং সমৃদ্ধির পথে একসাথে এগিয়ে যাই।
“ঈশ্বর সর্বশক্তিমান, আমাদের প্রচেষ্টায় তাঁর আশীর্বাদ থাকুক।”